Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen Charter

১। বিএডিসি’র সিটিজেন চার্টার ক্ষুদ্রসেচ দপ্তর থেকে দেওয়া সেবা সমূহ

 

  • সেচ যন্ত্র (গভীর নলকূপ, অগভীর নলকূপ, শক্তিচালিত পাম্প) মেরামত ও রক্ষণাক্ষেণের উপর কৃষকদের কারিগরী পরামর্শ প্রদান ও ক্ষেত্রবিশেষে মেকানিক সার্ভিস প্রদান করা।
  • কৃষকদের চাহিদার ভিত্তিতে সেচযন্ত্র বৈদ্যুতিকরণ।
  • অচল/ অকেজো গভীর নলকূপ মেরামত ও পূর্নবাসন করতঃ সেচকাজে ব্যবহার উপযোগী করা।
  • সেচ খরচ কমানোর লক্ষ্যে চাষী পর্যায়ে আধুনিক সেচ প্রযুক্তি হস্তান্তর করা।
  • সেচ স্কীমে পাকা সেচনালা, ভূ- উপরিস্থ/ ভূগর্ভস্থ, সেচনালা, কালর্ভাট, ফ্লুম, ডিসচার্জ বক্স নির্মাণ করা।
  • ভূপরিস্থ পানি সেচ ও গৃহস্থালী কাজে ব্যবহারের নিমিত্তে সংযোগ খাল/ নালা ও পাহাড়ী ছড়া পুনঃ খনন/ সংস্কার করা এবং উহাতে ক্রসড্যাম রেগুলেটর, স্লুইচ গেট, সাইফন, স্পিলওয়ে, ফুটব্রীজ ইতা্যাদি নির্মাণ করা।
  • সেচযন্ত্রের মালিক/ম্যানেজার/অপারেটর/ফিল্ডম্যান/কৃষকদের সেচযন্ত্র চালনা ও রক্ষণাবেক্ষণ এবং পানি ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান।
  • আর্সেনিক ও অন্যান্য ক্ষতিকারক উপাদানের প্রভাব থেকে শস্য, গবাদিপশু ও জনগনকে নিরাপদ রাখতে নিয়মিত ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠাস্থ পানির গুনাগুন পরীক্ষা করা।
  • স্বয়ংক্রিয় যন্ত্র দ্বারা বর্ষব্যাপি ভূগর্ভস্থ স্থিতিশীল পানিতল মনিটর করা ও জনসাধারণকে অবহিত করা।
  • সেচ মৌসুমে সেচযন্ত্রের জরিপ করা, ডিজেল ও বিদ্যুৎ পরিস্থিতি পর্যক্ষেণ করা।