Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্প

গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ 

১।  বৃহত্তর ময়মনসিংহ টাংগাইল সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প

  • ২৫টি ৫কিউসেক এলএলপি ও ১১৫টি পূণর্বাসিত গনকূর ভূ-পরিস্থ সেচনালা/ভূগর্ভস্থ সেচনালা অবকাঠামো নির্মাণ করে ৪৩৭১ হেক্টর অতিরিক্ত চাষযোগ্য জমি সেচের আওতায় আনা।
  • সেচ অবকাঠামো ব্যবহারের মাধ্যমে প্রতিবছর ৯২৭১ হেক্টর সেচকৃত জমি হতে ১৮৯২৫ মেঃটন খাদ্য উৎপাদন।
  • প্রকল্প এলাকায় ১৮০০ মালিক/ম্যানেজার/চালক/ফিল্ডম্যানদের সেচ যন্ত্রের উপর প্রশিক্ষণ প্রদান।
  • প্রকল্প এলাকায় ৪৫০০ জন কৃষককে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষন প্রদান।
  • প্রকল্প এলাকায় ৩৮৭৭০টি কৃষক পরিবার ৯৬৯২৬ জন্য শ্রমিক (৫৮১৫৫ জন পুরুষ ও ৩৮৭৭০ জন মহিলা) প্রকল্পে সেচের সকল কর্মকান্ড খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করনের সম্পৃক্ত হয়ে আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্র দূরীকরনে ভূমিকা রাখতে পারে। 

২।  সেচকাজে বিএডিসির অচালু/অকেজো গভীর নলকূপ সচল করন প্রকল্প

  • গভীর নলকূপ মেরামতপূর্বক সচল করন-      ৮০  টি
  • বারিড পাইপ লাইন নির্মাণ-                   ৭৮ টি
  • বিদ্যূতায়ন  (মেরামত গণকূ)-                ৭৪ টি
  • প্রি-পেইড মিটার স্থাপন -                     ২৪ টি
  • সেচ চার্জ আদায়।

 

৩। ফোর্সমোড নলকূপের মাধ্যমে সেচ কার্যক্রম দ্বারা কৃষি উৎপাদন বৃদ্ধি ও দারিদ্র বিমোচন প্রকল্প

 

  • ফোর্স মোড গভীর নলকূপ স্থাপনের লক্ষ্যমাত্রা-                ১৯ টি
  • বারিড পাইপ লাইন নির্মাণের লক্ষ্যমাত্রা-                       ১৯ টি

 

৪ । জরীপ ও পরিবীক্ষণ প্রকল্প

  • প্রতিটি উপজেলায় অটো ওয়াটার লেভেল রেকর্ডার স্থাপন (সম্পন্ন।
  • প্রতি মাসে ২ বার স্থিতিশীল পানির গভীরতা পরিমাপ।
  • এ ছাড়াও প্রতিটি উপজেলায় মাসে ২ বার নির্ধারিত গনকূ থেকে স্থিতিশীল পানির গভীরতা পরিমাপ।
  • প্রতি বৎসর কেন্দ্রীয় ভাবে জরীপ ও পরিবীক্ষণ দপ্তর থেকে স্থিতিশীল পানির গভীরতা সমন্বয়ে তথ্য বিবরণী বই আকারে প্রকল্প (প্রকল্প দপ্তর ঢাকা থেকে)।

 

৫ । ক্ষুদ্রসেচ প্রকল্প

  • বিএডিসি কর্তৃক স্থাপিত গভীর নলকূপ সমূহ সেচ চার্জ আদায়ের মাধ্যমে সেচ কাজ পরিচালনা।
  • অর্থ বরাদ্দ সাপেক্ষে গনকূ মেরামত করন।
  • কৃষকদের সেচ পরামর্শ প্রদান।
  • দক্ষ সেচ ব্যবস্থাপনার জন্য কৃষক প্রশিক্ষণ।